যেভাবে উদযাপন হলো আমিরাতের ৫৪ তম জাতীয় দিবস ‘ইয়াওমে ঈদ আল ইত্তেহাদ’
১৯৭১ সালে দেশ গঠন স্মরণে ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস 'ইয়াওম আল ইত্তেহাদ' পালিত হলো। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নেয়া হয়েছে ব্যাপক আয়োজন। দিবসটি উপলক্ষে নাগরিকদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আরব আমিরাতকে আরো কয়েক ধাপ এগিয়ে নেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বাণি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন প্রদেশের শাসকগণ।
দেশটির উন্নয়নের রূপকার সাবেক প্রেসিডেন্ট মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের আলোকসজ্জিত ছবি, দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা ও বুর্জ আল আরব হোটেলসহ প্রতিটি প্রদেশ শহরের উঁচু ভবন ও প্রধান সড়কগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। পুরো আমিরাতেই যেন চলছে উৎসব আমেজ সম্মিলিত এক আনন্দগণ ঈদের দিন । দিনটি ঘিরে ছিল বিমান মহড়া, মোটর শোভাযাত্রা,পদাতিক র্যালি ও আরব সংস্কৃতি ঐতিহ্যের হরেকরকম অনুষ্ঠানমালা।
নানান জায়গায় কেক কেটে আয়োজনের সূচনা করা হয়। সাথে ছিল চোখ ধাধানো আলোকসজ্জা, রঙবেরঙের মনমাতানো সাজসজ্জা, পাশাপাশি আরব ঐতিহ্যের প্রতিক রকমারি সুস্বাদু খাবার, নানা পদের মিষ্টান্নসহ চা কফি, গাহওয়া দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি মেহমানদারীর আয়োজন ছিল চোখে পড়ার মতো।
দেশ গঠনের পর কয়েক দশকে অর্থনৈতিক অবকাঠামোগত এবং মানবসম্পদ উন্নয়ন ও উষর মরুভূমিকে রূপ দিয়েছেন সবুজের আঙ্গিনায় অট্টালিকায় সাজানো এক স্বপ্নের রাজ্যে। দেশটি যেন অপূর্ব সৌন্দর্যের এক লীলাভূমি।
শান্তিপ্রিয় এ দেশটি এখন বিশ্বের উন্নত ও সমৃদ্ধশালী এবং বসবাসযোগ্য নিরাপদ শীর্ষ দেশেরও প্রথম সারিতে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী রয়েছে সুখী দেশের তালিকায়ও।
Comments