খালেদা জিয়ার আরোগ্য কামনায় আমিরাত বিএনপির দোয়া মাহফিল
সংযুক্ত আরব আমিরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। মঙ্গলবার (২৫) নভেম্বর ২০২৫ দুবাইয়ের এক রেস্টুরেন্টে বিএনপির আহবায়ক প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ এর উদ্যোগে আরব আমিরাত বিএনপির পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ আহ্বান জানান, প্রবাসী মুসল্লিরা যেন মহান আল্লাহর দরবারে একাকী বা একত্রিত হয়ে খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, 'খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের জন্য তাঁর অবদান অনন্য। বর্তমানে তার অসুস্থতার খবর আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা প্রবাসীরা সূদুর প্রবাসে থেকেও উনাকে খুবই কাছে অনুভব করছি, তাই তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়ার এ আয়োজন করেছি'।
বিশেষ অতিথি সিরাজুল ইসলাম নওয়াব বলেন, 'আশা করছি মহান আল্লাহ দ্রুত তার সুস্থতা দান করবেন। মাহফিলের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আমিরাত বিএনপির নেতা শরাফত আলী, দোয়া পূর্বে তিনি বলেন, 'এই দোয়া মাহফিল শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক নয়, সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে আমাদের কর্তব্য'।
প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় কমিটি নেতা শরাফত আলী ও সিরাজুল ইসলাম নওয়াব, মনপুরা রেস্টুরেন্টের মালিক জসিমউদদীন, যুবদল নেতা ইয়াসিন আলী, প্রবাসী শিল্পী সমিতির সভাপতি মাসুম আহমেদসহ অনেকে।
Comments