বেগম খালেদা জিয়ার সুস্থতা ইতালিতে দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ইতালির রোমে দোয়া মাহফিল আয়োজন করেছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) ইতালি শাখা।
রবিবার রাজধানী রোমের তরপিনাত্তারা জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। জেডসিএফ ইতালি শাখার আহ্বায়ক সাব্বির আহমেদ এবং সদস্য সচিব জলিলুর রহমান জলিল-এর আমন্ত্রণে মাহফিলে অংশগ্রহণ করেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আশিক বিন আউয়াল খান, যুগ্ম মহাসচিব আলী আক্কাস, জেডসিএফ ইতালি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান, ইতালি বিএনপি, ইতালি যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং প্রবাসী বাংলাদেশি মুসল্লীরা।
উপস্থিত বক্তারা বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।
মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, জাতীয় রাজনীতিতে তার নেতৃত্বের প্রয়োজনীয়তা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Comments