আমিরাতে বাংলাদেশি ডাক্তারের অভাবে অধিকাংশ প্রবাসী চিকিৎসা বঞ্চিত
'আমার পেটে ব্যথা, বুক ধড়ফড় করছে' ভিনদেশি ডাক্তারের কাছে এরকম আরো নানাবিধ শারীরিক সমস্যার কথা বুঝাতে চেয়েও বুঝাতে অক্ষম প্রবাসী বাংলাদেশীরা, শুধুমাত্র স্বদেশী ডাক্তারের অভাবে!
প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৩ নভেম্বর বিকেলে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসকদের অপ্রতুলতাসহ নানা সমস্যা ও প্রবাসীদের স্বাস্থ্য সেবায় করণীয় বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে দূতাবাস অডিটোরিয়ামে।
'আমিরাতে বাংলাদেশি চিকিৎসা ও স্বাস্থ্য পেশাদারদের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ' বিষয়ক ডাটা চিত্র উপস্থাপনা করেন এন এম সি হসপিটালের(ইউ এই)সার্জন ডাক্তার মুস্তাফিজুর রহমান খান।
আমিরাতে কর্মরত ডাক্তার, ফার্মাসিস্ট, হেলথ প্রফেশনালস, হেলথ টেকনোলজিস্টদের নিয়ে করা এই সেমিনারে উপস্থিত ছিলেন আমিরাতে বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ, বাংলাদেশ কন্সুলেট দুবাইয়ে নিযুক্ত কন্সাল জেনারেল রাশেদুজ্জামান, দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারভীন রানো, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান এবং এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এর ম্যানেজিং ডিরেক্টর ডঃ সালাউদ্দিন আলী, ডাক্তার মুস্তাফিজুর রহমান খান, ডাক্তার মিসবাহ, ডাক্তার ইফ্তিখার ও ডাক্তার রিফাত।
রাষ্টদূত তারেক আহমেদের আন্তরিক জিজ্ঞাসাতে স্বাস্থ্য পেশাজীবীরা প্রাণবন্ত আলোচনায় তুলে ধরেছেন আমিরাতের বাস্তবিক নানান জটিলতা ও প্রতিকারের কথা, যার মধ্যে উল্লেখযোগ্যঃ, ভিসা সমস্যা নিরসনের আহবান, গোল্ডেন ভিসা প্রাপ্তদের ফ্যামিলি ভিসা অপ্রাপ্তির কথা, প্রবাসীদের ভাষাগত অদক্ষতা,অধিক ব্যায়ের চিন্তায় চিকিৎসায় অবহেলা, স্বদেশী ঔষধের অপ্রাপ্তি ও বিদেশি ঔষধের চড়া দাম, কমদামি স্বাস্থ্য বিমায় ভালো চিকিৎসার অভাব (যা টাকা বাঁচাতে গিয়ে অধিকাংশ মধ্য-নিম্ন আয়ের প্রবাসী বা মালিকেরা স্বল্প দামী ইন্সুইরেন্স এ করে থাকে), লজিস্টিক সাপোর্টের অভাব, প্রশাসনে বা যথাস্থানে স্বদেশী যোগ্য মানুষের অভাব, প্রতিটি সেক্টরে প্রবাসীদের সমস্যা নিরসনের সরকারি পর্যায়ে উদ্যোগী ও কার্যকরী ভূমিকা পালনে ব্যর্থতা, মেডিকেল-ক্লিনিক- ফার্মেসী -স্বাস্থ্য খ্যাতে বাংলাদেশীদের বিনিয়োগে অনাগ্রহ বা দক্ষ জনশক্তির অপ্রতুলতা, সার্টিফিকেট জালিয়াতি ও অসাধুদের প্রতারণা, অপরাধ প্রবণতা, এদেশীয় আইন কানুন জানা - মানা বা সম্মান প্রদর্শনে অসচেতনতা,নিজেদের মানসিকতা পরিবর্তনে অনাগ্রহী হওয়ায় ভিসা অন্যান্য প্রতিবন্ধকতার শিকার হওয়াসহ নানা বিষয় এ আলোচনায় উঠে আসে।
উক্ত সেমিনারে তরুণ উদ্যোক্তা ড.সালাহউদ্দিন আলী বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসী কর্মীদের সহজে ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 'প্রবাসী স্বাস্থ্য সেবা' নামে একটি মাল্টি-স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ।
রাষ্ট্রদূত বলেন, সকল আলোচনার পরিপ্রেক্ষিতে প্রতিকারে আসু সমাধানের নিমিত্তে আন্তরিকভাবে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন তিনি, জরুরি ভিত্তিতে স্থানবেধে সপ্তাহে বা মাসে একটি করে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা যায় কিনা তাও খতিয়ে দেখবেন।
Comments