প্রবাসে ধানের শীষের পক্ষে জনমত গঠনের আহ্বান
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বহুদলীয় গণতন্ত্র এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণে ইতালিতে অনুষ্ঠিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা।
৯ নভেম্বর রোমের এক মিলনায়তনে ইতালি বিএনপির সাবেক সিনিয়র নেতাদের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রবীণ ও নবীন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে শক্তিশালী সংগঠন গড়ার আহ্বান জানানো হয়।
সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি হাজী লকিত উল্লাহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহ মো. তাইফুর রহমান ছোটন, সঞ্চালনায় ছিলেন নাসির উদ্দিন খন্দকার। প্রধান বক্তা জাহাঙ্গীর আলম জুয়েলসহ প্রবীণ নেতারা ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলকে নতুন উচ্চতায় নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জুয়েল, বিশেষ বক্তা মো: আবুল কালাম, শামিমা জামান রুনু, বিশেষ অতিথি ছিলেন। ইতালি বিএনপির সাবেক সিনিয়র নেতাদের মধ্যে ছিলেন হাসানুজ্জামান কামরুল, আব্দুর রহমান রবিন, মোজাম্মেল হক দিপু, লায়লা শাহ, হুমায়ুন কবির, এডভোকেট কামরুজ্জামান, নুরুল আবসার, শরিফ পাইক, দেলোয়ার হোসেন, মিয়া সিদ্দিক, মো: ইব্রাহিম প্রমুখ।
এছাড়াও বক্তব্য দেন জসিম উদ্দিন বেলাল, রফিকুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম, হাজী সেলিম ভুইয়া, মজিবর সিকদার, ইমাম হাসান লিখন, কাউন আমিন উল্লা, আজিজ মুন্সী, আনিস সিকদার, নজরুল ইসলাম শিপন, নিজাম উদ্দিন শিমুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বক্তারা বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নত বাংলাদেশ গড়ার সংগ্রামে প্রবাসীদের ভূমিকা ঐতিহাসিক— প্রবাসের প্রথম ভোট ধানের শীষে নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।"
সভায় উপস্থিত নেতাকর্মীরা অনলাইনে সদস্য পদ নবায়ন কার্যক্রমেও অংশ নেন।
Comments