নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বাস্তবায়নের দাবিতে এবার ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন প্রবাসী বৃহত্তর নোয়াখালীবাসী।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ইতালি শাখার আহবায়ক আব্দুল মান্নান হীরা ও সদস্য সচিব সাংবাদিক জায়দুল হক সোহেল এর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
দূতাবাসের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী ও প্রথম সচিব (দূতালয় প্রধান) মারজুক ইসলাম। প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী বলেন, এই দাবির যৌক্তিকতা রয়েছে। আমরা এটি যথাযথভাবে সরকারের উচ্চমহলে প্রেরণের ব্যবস্থা করবো।
সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নান হীরা বলেন "প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না, দেশের কাঠামোগত উন্নয়নের দাবিতেও সক্রিয়, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আমাদের গণদাবি।
প্রবাসীরা বলেন, নোয়াখালী অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নোয়াখালী বিভাগ শুধু আঞ্চলিক স্বার্থ নয়, এটি দেশের সার্বিক উন্নয়ন কাঠামোর অংশ হিসেবেই বাস্তবায়ন করা উচিত।

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবল হক টিপু, প্রচার সম্পাদক লিটন চৌধুরী, বৃহত্তর নোয়াখালী নারী সংঘের সভাপতি শাহিন আক্তার রীনা, সহ সভাপতি নাহিদ হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুনাহার এলি, ব্যবসায়ী নুরুল আমিন, সামাজিক ব্যক্তিত্ব মোঃ ইউসুফ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
'শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রশাসনিক কাঠামোর দিক থেকে নোয়াখালী অনেক আগেই বিভাগ হওয়ার যোগ্যতা অর্জন করেছে'। নোয়াখালীকে বিভাগ করার এই আন্দোলন এখন শুধু বাংলাদেশের ভেতরেই নয়, ছড়িয়ে পড়েছে প্রবাসেও।
ইতালিস্থ নোয়াখালী প্রবাসীরা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক উদ্যোগে শিগগিরই নোয়াখালী দেশের নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে স্বীকৃতি পাবে। তাদের দাবি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে নোয়াখালীকে বিভাগ ঘোষণা সময়ের দাবি।
Comments