প্রধান উপদেষ্টার সফরে প্রতিবাদ, প্রতিরোধ কর্মসূচি ঘোষণা ইতালি আওয়ামী লীগের

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস বিশ্ব খাদ্য ফোরাম এর অনুষ্ঠানে যোগ দিতে ১২ অক্টোবর ইতালি সফরে আসছেন। এ খবর জানার পর ইতালি আওয়ামীলীগ প্রতিরোধ ও প্রতিবাদ কর্মসূচি লং মার্চ টু রোম ঘোষণা করে।
৬ অক্টোবর সোমবার, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন এর পরিচালনায় এক জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
ঘোষিত কর্মসূচিতে রয়েছে ১৩ ও ১৪ অক্টোবর সকাল ১০ টা থেকে FAO অফিস এর পাশে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
তবে বিভিন্ন সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার এই সফর এর সূচি কঠোর গোপনীয়তার সাথে প্রকাশ করা হচ্ছে। এর কারণ হিসেবে জানা গেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে আওয়ামী লীগের কার্যক্রমের কথা। যেন একই ধরনের পরিস্থিতি ইতালিতে তৈরি না হয়, সেই বিষয়ে নজর সরকারের।

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ। আমরা লং মার্চ টু রোম কর্মসূচি ঘোষণা করেছি, এই কর্মসূচির মাধ্যমে ইতালিতে ড. ইউনূসকে প্রতিহত করা হবে। ইতালির মাটি আওয়ামী লীগের ঘাঁটি।
এদিকে ইতালি আওয়ামীলীগের আরেকটি অংশের নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ১৪ অক্টোবর সকাল ১০ টা টায় FAO ( Metro - circo massimo) এর সামনে এবং ১৫ অক্টোবর দুপুর ২ টা টায় পিয়াচ্ছা ভিক্টোরিয়া থেকে লং মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দুই ভাগে বিভক্ত হয়ে কর্মসূচি ঘোষণা করলেও ইউনূস বিরোধী আন্দোলনে এর প্রভাব পড়বে না বলে জানান সংগঠনের একাদিক সিনিয়র নেতা।
Comments