ইতালিতে জাঁকজমক আয়োজনে চলছে দুর্গোৎসব

ইতালির আকাশে বাজছে ঢাকের বাদ্য, চারদিকে আলো ও আনন্দের রঙ ছড়াচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রবাসে থেকেও সংস্কৃতির এই ঐতিহ্যকে জাঁকজমকভাবে উদযাপন করছেন ইতালিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা।
প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও ইতালিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে উদযাপন করছেন শারদীয় দুর্গাপূজা। রোম, মিলান, বলোনিয়া, নেপলসসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা।
মা দূর্গার কাছে প্রবাসীদের চাওয়া—যুদ্ধ, মুক্ত, শান্তিময় পৃথিবী। তারা বলেন, বর্তমান বৈশ্বিক সংকটময় সময়ে, মা দুর্গার আশীর্বাদে ফিরে আসুক মানবতা ও শান্তির আলোকধারা।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকেও শিকড়ের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করছেন আয়োজকরা। শুধু ধর্মীয় আয়োজনেই নয়, পূজাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজ । প্রবাসের মাটিতে একে অন্যের পাশে দাঁড়িয়ে মিলেমিশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশ নিচ্ছেন।
শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে ইতালির প্রবাসী বাংলাদেশিরা যেমন নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছেন, তেমনি ধর্মীয় মূল্যবোধ ধরে রাখার এই প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে কমিউনিটির সর্বস্তরে।
Comments