রোমে সিরাতুন্নবী সাঃ মাহফিল

২৮ সেপ্টেম্বর ইতালির রাজধানী রোমে তরপিনাত্ত্বারা মুসলিম সেন্টার (টি.এম.সি)তে রোমের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন Centro Giovanile Di Roma (CGR) এর উদ্দোগ্যে সিরাত মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে ইসলামী চিন্তাবিদগণ ও সংগঠক Centro Giovanile Di Roma (CGR) এর উপদেষ্টা হাফেজ মাওলানা আমিনুর রহমান প্রধান অতিথি ছিলেন। Centro Giovanile Di Roma (CGR) রে.দি রোম উপশাখার পরিচালক ফয়েজ আহমেদ এর পরিচালনায় এবং Centro Giovanile Di Roma (CGR) এর কেন্দ্রীয় পরিচালক মোঃ মশিয়ার রহমান মিন্টুর সভাপতিত্তে এই মাহফিল হয়।
প্রধান অতিথি হাফেজ মাওলানা আমিনুর রহমান তার বক্তব্যে বলেনঃ "আমরা যদি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি চাই, তবে রাসূল (সা.)-এর আদর্শ ও চরিত্রকে আমাদের জীবনের একমাত্র মডেল হিসেবে গ্রহণ করতে হবে। আজকের সমাজে যে অস্থিরতা, অন্যায় ও নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে, তা থেকে মুক্তির একমাত্র পথ হলো সিরাতুন্নবী (সা.)-এর আলোকে জীবন গঠন করা। " তিনি বিশেষ করে যুব সমাজকে রাসূলের (সা.) সততা, ধৈর্য ও ক্ষমাশীলতার গুণাবলী অর্জনের আহ্বান জানান। যুগে যুগে যুবকদের সমাজ পরিবর্তনের যে ভুমিকা রয়েছে সে বিষয় গুরুত্ব তুলে ধরেন।

রাসুল সাঃ জীবনের বিভিন্ন দিক নিয়ে Centro Giovanile Di Roma (CGR) এর বক্তরা আলোচনা করেন। এতে বক্তব্য পেশ করেন Centro Giovanile Di Roma (CGR) এর টেরমিনি উপশাখার টিম লিডার নুমায়ের আহনাফ এবং সহকারী টিম লিডার ওমায়ের আমিন ও দিদারুল ইসলাম এবং রে.দি রোমার টিম লিডার মিনহাজুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি ও Centro Giovanile Di Roma (CGR) এর কেন্দ্রীয় পরিচালক মোঃ মশিয়ার রহমান মিন্টুর তার বক্তব্য বলেনঃ রাসুল সাঃ প্রেরণের যে উদ্দেশ্য ছিল সেটা আমাদের অনুসরন করতে হবে এবং পিতা মাতার আদেশ পালন করতে হবে। ভালো ভাবে পড়াশুনা করে ইতালীর বিভিন্ন জায়গায় ও পদে প্রতিষ্ঠিত হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করতে হবে।
Comments