ইতালিতে বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা মাহিদুর রহমানের সমর্থনে মৌলভীবাজারবাসীর মতবিনিময় সভা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান-এর সমর্থনে ইতালির রাজধানী রোমে এক মতবিনিময় সভা হয়েছে।
মৌলভীবাজার বাসীর আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব হিরা আহমেদ ও পরিচালনা করেন ইতালি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান বলেন, 'বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজকের প্রবাসী সমাজ একটি বড় শক্তি। প্রবাসীদের রেমিট্যান্স শুধু অর্থনৈতিক অবদান নয়, এটা দেশের রাজনীতিতেও ভূমিকা রাখে। আমি দলের আদর্শে অবিচল থেকে জনগণের পক্ষে কথা বলেছি, ভবিষ্যতেও বলব। মৌলভীবাজার-৩ আসন থেকে মনোনয়ন পেলে আমি জনসম্পৃক্ত রাজনীতি করব, মানুষের অধিকার প্রতিষ্ঠা করব'।
তিনি আরও বলেন, 'আমি কোনো পদ বা পদবির জন্য রাজনীতি করি না, করি জনগণের জন্য। এখন সময় এসেছে মাঠে নেমে দেশের জন্য কাজ করার। দল আমাকে দায়িত্ব দিলে আমি জীবন উৎসর্গ করব দেশের জন্য'।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, 'দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের স্বার্থে দক্ষ, জনভিত্তিসম্পন্ন, অভিজ্ঞ নেতৃত্ব দরকার—সেই জায়গায় মাহিদুর রহমান যোগ্য একজন নেতা'।
আলোচনায় মাহিদুর রহমানের রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব, দক্ষতা ও দলের প্রতি দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন 'মাহিদুর রহমান দেশের সংকটময় সময়ে প্রবাসেও আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দিলে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি আরও শক্তিশালীভাবে ফিরে আসবে'।
এসয় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান ছালাম, সাবেক সহ-সভাপতি সাজ্জাদুল কবির, জহিরুল আলম, ময়নুল আলম খোকন, সিরাজুল ইসলাম, এডভোকেট কামরুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী আবুল বাশার, আলামিন বিশ্বাস, জুয়েল আহমেদ জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হিরা, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণি, সাধারন সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ তাজুলসহ ইতালির বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন, ফজলু রহমান, রানা মিয়া, কাদির মিয়া, গাউসুজ্জামান গেন্দু শাকিল আহমেদ, সাব্বির আহমেদ, স্বপন আহমেদ, মুসলিম মিয়া বিজয় ক্ষর, আরিফ আহমেদ আরফিন, আতিক আহমেদ।
উল্লেখ্য, মাহিদুর রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং লন্ডনে বিএনপির আন্তর্জাতিক লবিং কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
Comments