ইতালির কারারায় ভয়াবহ জলাবদ্ধতা: ট্রেন স্টেশন পানিতে ডুবে, দুর্ভোগে যাত্রীরা

ইতালির উত্তরাঞ্চলীয় তুস্কানির কারারায় (Carrara) ভারী বর্ষণের ফলে শহরের প্রধান কারারা-আভেনজা ট্রেন স্টেশন সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে। আকস্মিক এ বৃষ্টিপাতের ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, প্ল্যাটফর্ম, রেললাইন এবং সংযোগ সড়কগুলো ঘোলা পানিতে একেবারে তলিয়ে গেছে।
স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, তীব্র বর্ষণের কারণে কারারিওন (Carrione) নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যায়, যার ফলে নদী সংলগ্ন এলাকা এবং শহরের নিম্নাঞ্চল দ্রুত পানির নিচে চলে যায়।
ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দেয়। কারারার আশপাশের অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।
কারারার সিভিল প্রোটেকশন বিভাগ নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। রেল কর্তৃপক্ষও স্টেশন ক্লোজ করে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল ট্রেন বাতিল ঘোষণা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইতালিতে এমন চরম আবহাওয়া ও আকস্মিক বৃষ্টিপাত বেড়ে চলেছে, যা ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আভাস দিচ্ছে। এর ফলে নগর অবকাঠামো ও জল নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠছে।
এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল—আধুনিক ইউরোপের মধ্যেও আবহাওয়াজনিত দুর্যোগ কতটা ভয়াবহ হতে পারে। প্রয়োজন অবকাঠামো উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতির।
Comments