সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে বাংলা প্রেসক্লাব ভেনিসের প্রতিবাদ সভা

সম্প্রতি বাংলাদেশের গাজীপুরে তুহিন হত্যাসহ, দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক হত্যা, নির্যাতনের প্রতিবাদে, গতকাল ১৩ আগষ্ট বুধবার সন্ধ্যায় বাংলা প্রেসক্লাবের ভেনিস, ইতালির উদ্যোগে প্রতিবাদ সভা হয়।
প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি সময় টিভি ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন টিভি প্রতিনিধি নাজমুল হোসেন এর পরিচালনায়- বক্তব্য দেন বাংলা প্রেসক্লাব ইতালি সাংগঠনিক সম্পাদক 'চ্যালেন এস'এর ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আইঅন টিভি ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক- নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি তিসা সুলতানা, আমাদের নতুন সময় ইতালি প্রতিনিধি অর্থ সম্পাদক মোখলেছ সরকার, আইন ও দপ্তর সম্পাদক এটিএন বাংলা ভেনিস প্রতিনিধ আবু নাঈম ভূঁইয়া, মহিলা সম্পাদক টিভি ওয়ান প্রতিনিধি নারসিন আক্তার প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তব্যে সাংবাদিকরা বলেন, আজ বাংলাদেশে সাংবাদিকদের কোন নিরাপত্তা নাই, সরকারের কাছে সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ের জোর দাবি জানান এবং গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে ফাঁসির দাবি জানান। তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তোলেন সাংবাদিকরা!
সাংবাদিকদের সুরক্ষা ও নির্যাতন বন্ধে সরকারের সিদ্ধান্ত নিতে দেরি করলে,আগামীতে ইউরোপ ও প্রবাসী সাংবাদিকদের সঙ্গে নিয়ে, আন্দোলন গড়ে তোলার কথা জানান 'বাংলা প্রেসক্লাব ভেনিস, ইতালির সাংবাদিক নেতারা।
Comments