ইতালিতে সন্দ্বীপ সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ার মধ্যেও বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হলো ইতালির সন্দ্বীপ সমিতির আয়োজনে বার্ষিক বনভোজন ও মিলনমেলা। ২৮ জুলাই ইতালির মনোরম ও পর্যটন সমৃদ্ধ স্থান আকুয়া পার্কে এই মিলনমেলা হয়।
দিনব্যাপী এই আয়োজনে ছিল শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত, মহিলাদের বালিশ খেলা, পুরুষদের বল নিক্ষেপ প্রতিযোগিতা এবং সকলের জন্য আকর্ষণীয় লটারি ড্র। বৈরী আবহাওয়া অপেক্ষা করে প্রায় ২ শতাধিক প্রবাসী পরিবার-পরিজন নিয়ে দিনটি আনন্দঘন পরিবেশে কাটান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবউল মাওলা নাছির। যৌথ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আকতার জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন।
আয়োজকরা বলেন, 'প্রবাসে থেকেও আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনকে ধরে রাখতে চাই। এই আয়োজন ছিল সেই চেষ্টারই একটি প্রতিফলন'।

সভাপতি মাহবুবউল মাওলা নাছির বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। প্রবাসের ব্যস্ত জীবনে এমন মিলনমেলা সবার মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
সাধারণ সম্পাদক নুরুল আকতার জাহাঙ্গীর বলেন, পরিবার-পরিজন নিয়ে একদিন আনন্দে কাটানোর সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। তবে বৈরী আবহাওয়ার জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করে আগামীতে আরও সুন্দর ও বড় পরিসরে আয়োজনের কথা জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সামসুল কবি, প্রধান সমন্বয়ক মাষ্টার মফিজুর রহমান, উপদেষ্টা ছিদ্দিক মিয়া, বেলায়েত মুন্সি, আবদুল কাদের সেলিম, সহ-সভাপতি জহিরুল ইসলাম শিপন, ফিরোজুল ইসলাম, রাসেল তালুকদার, সন্দ্বীপ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি ছাবের মোহাম্মদ জামাল, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মোবারক হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কামরুল হাসান টুটুল, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, মনির হোসেন জাবেদ, শাকিল, আরিফ, সাজ্জাদ হোসেন ও মহিলা সম্পাদক নুসরাত জাহান পপি। প্রায় দুই শতাধিক সন্দ্বীপবাসীর উপস্থিতিতে আয়োজনটি এক প্রাণবন্ত প্রবাসী উৎসবে পরিণত হয়।
Comments