জুলাই শহীদের স্মরণে রোম মহানগর বিএনপির আলোচনা সভা

গেল বছর জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের রাজপথে ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলনে যারা শহীদ হয়েছেন—তাদের রুহের মাগফেরাত কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করে রোম মহানগর বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিব পদ প্রার্থীরা।
ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারা সুন্দরবন রেস্টুরেন্টে আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ২৪ এর জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাতে করা হয়। দোয়া পরিচালনা করেন তরপিনাত্তারা মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।
রোম মহানগর বিএনপির আহ্বায়ক পদ প্রত্যাশী মইনুল আলম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সচিব পদপ্রত্যাশী মজিবুর সিকদার, রফিকুল ইসলাম বাবু ও ইব্রাহিম সিকদার।
সদস্য সচিব পদপ্রত্যাশী মোঃ বিল্লাল হোসেন এবং বেলাল হোসেন এর যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন রোম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা। এছাড়াও বক্তব্য দেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাধারণ সম্পাদক খন্দকার নাসির, সহ-সভাপতি জহিরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আব্দুল মান্নান হীরা, শ্রমিক দলের সভাপতি নুরুল আফসার, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলীসহ ইতালি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। উপস্থিত ছিলেন রোম মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব পদে প্রত্যাশী নেতাসহ ইতালি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, রোম মহানগর বিএনপির আসন্ন আহ্বায়ক কমিটি গঠন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কমিটি যেন গঠিত হয় প্রকৃত ত্যাগী, দক্ষ ও দলের আদর্শনিষ্ঠ নেতাদের নিয়ে—যারা প্রবাসে বিএনপির ভিত্তিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে পারেন। এসময় নেতৃত্ব প্রত্যাশীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনৈতিক দর্শন ও দলীয় অঙ্গীকার তুলে ধরেন অত্যন্ত আন্তরিকভাবে।
সবশেষে বক্তারা আহ্বান জানান, বিভেদ নয়—একতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতাই হোক নেতৃত্ব নির্বাচনের মূল ভিত্তি। প্রবাসেও বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে একটি সুসংগঠিত ও সর্বজনস্বীকৃত কমিটি গঠন এখন সময়ের দাবি।
Comments