রোমগামী বাংলাদেশ বিমানে নষ্ট খাবার ও পোকামাকড় থাকার অভিযোগ, ফিরতি ফ্লাইট ৪ ঘণ্টা দেরি

ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নষ্ট খাবার ও পোকামাকড় থাকার অভিযোগ উঠেছে। এর ফলে রোম থেকে ঢাকায় ফিরতি ফ্লাইটটি প্রায় ৪ ঘণ্টা দেরিতে ছাড়ে, যাত্রীদের মাঝে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG 355, মঙ্গলবার (২৯ জুলাই) ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটটি রোম সময় সন্ধ্যা ৭:২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিমান ছাড়ে প্রায় রাত ১১:১৬ মিনিটে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হুসাইন জানান, ফ্লাইটে আসা যাত্রীদের ল্যাগেজে পোকামাকড়সহ কিছু নষ্ট খাবার পাওয়া গেছে। এটি ছিল যাত্রীদের ব্যাগেজজনিত সমস্যা, এবং বিমানের অপারেশনাল কোনো ত্রুটি নয়।
তবে বিষয়টি আরও জটিল হয় যখন ইতালির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট জানায়, কার্গো কনটেইনারে অপরিচ্ছন্নতা এবং সন্দেহজনক উপাদানের কারণে পূর্ণাঙ্গ চেকআপ ছাড়া ফ্লাইট ছাড়ার অনুমতি দেওয়া যাবে না। ফলে ঢাকাগামী যাত্রীদের বিমানে বসে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়।
যাত্রীদের একাংশ অভিযোগ করেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের কার্গো কনটেইনার অপরিচ্ছন্ন ছিল এবং আগে থেকেই কিছু পচা খাবার ও পোকামাকড় ছিল। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
যাত্রীদের পক্ষ থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। তারা মনে করেন, এ ধরনের অব্যবস্থাপনা একটি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য যেমন লজ্জাজনক, তেমনই যাত্রী নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।
Comments