ইতালিতে মর্ডান ইন্টারন্যাশনাল স্কুল এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গ্রাজুয়েশন ডে অনুষ্ঠিত

"সন্তান আপনার তাকে দক্ষ ও আদর্শিক নাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের প্রত্যয়।" এ শ্লোগানে প্রতিষ্ঠিত ইতালির রোমে মর্ডান ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠার প্রথম বছরে আনন্দঘন পরিবেশে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষা শেষে গ্রাজুয়েশন ডে ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় স্কুল মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে বিদ্যালয়ের শিক্ষা নির্বাহী সুজন খান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এন্ড হেড অফ চ্যান্সেরি রিয়াদ হোসাইন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রিন্সিপাল রুহুল আমিন শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, "আমাদের শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে চমৎকার ফলাফল করেছে। এ অর্জন তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা যোগাবে।"
প্রধান অতিথির বক্তব্যে, রিয়াদ হোসাইন বলেন: "বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে যুক্ত রাখার এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়। মর্ডান ইন্টারন্যাশনাল স্কুল নিঃসন্দেহে প্রবাসে বাঙালি শিক্ষার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।"
এসময় অভিবাকরা বলেন "শুধু পড়ালেখা নয়, নৈতিক শিক্ষা ও মূল্যবোধ গঠনে এই স্কুলের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। আজকের এই গ্রাজুয়েশন ডে আমাদের সন্তানদের আত্মবিশ্বাস ও প্রেরণায় বাড়িয়ে দিয়েছে।"

আগামী সেশনের শিক্ষা কারিকুলাম নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন নির্বাহী শিক্ষক (প্রশাসন) জাহিদুল আলম, ইংলিশ টিচার্স দিলীনি রাজাকারুন, কৃত্তিকা তালওয়ার প্রমুখ।
এ বছর বিদ্যালয়ের মোট শতাধিক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পেয়েছে কিন্ডার গার্ডেন এর আয়েশা আক্তার।
শেষে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা মেডেল তুলে দেওয়া হয়। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিানে শিক্ষার্থীদের কন্ঠে কোরআন তিলওয়াত ও হামদনাত পরিবেশনায় অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত।

এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
Comments