ইতালিতে ভয়াবহ তাপপ্রবাহ, উত্তাপ ছড়াতে পারে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত

ইতালির গ্রীষ্ম এ বছরও আগুন ঝরাচ্ছে। রোম, নেপলস, সিরাকুসা ও ফ্লোরেন্সসহ দক্ষিণ ও মধ্যাঞ্চলের অনেক শহরে তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে। আবহাওয়াবিদরা বলছেন, আফ্রিকা থেকে আসা গরম বাতাসের কারণেই এই ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে।
ইতালির বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা উচ্চ সতর্কতা জারি করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫টির বেশি শহরে 'রেড অ্যালার্ট' জারি করেছে। বয়স্ক ও শিশুদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় বেড়েছে। কিছু এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞেদের মতে, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই তাপপ্রবাহ চলতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই এমন তীব্র গরম দেখা দিচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি বিপজ্জনক'।
সরকারিভাবে শহরের পাবলিক প্লেসে ঠাণ্ডা পানির স্টেশন স্থাপন করা হয়েছে। হেল্পলাইন চালু করা হয়েছে গরমের কারণে শারীরিক সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার জন্য। ফায়ার সার্ভিস ও বেসামরিক রক্ষা কর্মীরাও জরুরি প্রস্তুতিতে রয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব উল্লেখ করে ইতালির বাজেট তদারকি সংস্থা (UPB) জানিয়েছে, এই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের মোট দেশজ উৎপাদনের (GDP) ৫ ভাগ পর্যন্ত ক্ষতি হতে পারে। এসময় কৃষি, পর্যটন ও নির্মাণ খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতালির এই তীব্র গরম শুধু দেশটির নাগরিকদের জন্য নয়, পর্যটকদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। তাই সচেতনতা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ এখন সবচেয়ে জরুরি।
Comments