৮ বছর পর শিল্পকলা একাডেমিতে ফিরছে তীরন্দাজের বাহাস ও নাট্য প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থান শেষে নতুন বাংলাদেশ বিনির্মানের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। রাজপথে সাংস্কৃতিক লড়াই-সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণ করে ফ্যাসিজমের পতন ঘটানোর পর আবার মহড়া কক্ষে ফিরেছে তীরন্দাজ রেপার্টরি। চলছে নতুন প্রযোজনা হুমায়ুন আজাদের উপন্যাস অবলম্বনে 'মুনিয়া অথবা ময়নার গল্প'।
২০১৬ সালের ২০ জুলাই তীরন্দাজ রেপার্টরির সুন্দরবন রক্ষায় থিয়েট্রিক্যাল বাহাস ও নাট্য প্রদর্শনীর আয়োজন বাতিল করে বিগত ফ্যাসিস্ট সরকারের তল্পিবাহক তৎকালীন শিল্পকলা একাডেমির দুর্নীতিগ্রস্ত ডিজি লিয়াকত আলী লাকি। এরপর দীর্ঘ ৮ বছর শিল্পকলা একাডেমিতে হল বরাদ্দ থেকে বঞ্চিত ছিল তীরন্দাজ রেপার্টরি।
নীল নকশা বাস্তবায়নে ভুঁইফোড় কিছু পতিত সরকারের এজেন্ট সন্ত্রাসী মনোভাবাপন্ন ক্যাডার দিয়ে গড়ে তোলে তীরন্দাজ নামের আরেকটি সংগঠন। হল বরাদ্দ বন্ধ হওয়ার পর ওই ভুঁইফোড় তীরন্দাজকে বিগত ৮ বছরে ২/১ বার হল বরাদ্দ দেওয়া হয়।
আগামী ৬ ডিসেম্বর শুক্রবার স্বৈরাচার পতন দিবসে তীরন্দাজ আবারও আয়োজন করেছে থিয়েট্রিক্যাল বাহাস ও নাট্য প্রদর্শনী। 'বাগবিতণ্ডা' শিরোনামের বাহাসটি শুরু হবে বিকাল ৪ টায় যা সকলের জন্য উন্মুক্ত। এবারের বাহাসের বিষয়- যোগ্য স্বৈরাচারকে বিরোধিতার বদলে সহযোহিতার হাত বাড়িয়ে দিলে উন্নয়নের গতি সুগম হয়।
যোগ্য স্বৈরাচারের পক্ষে ওকালতি করবেন অভিনেতা, নির্দেশক দীপক সুমন এবং বিরোধিতা করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। উপস্থিত সুধীজন যেকোন পক্ষের হয়ে ওকালতি বা সাক্ষ্যদান করতে পারবেন।
এরপর রয়েছে মোহিত চট্টোপাধ্যায় রচিত, দীপক সুমন নির্দেশিত নাটক 'কণ্ঠনালীতে সূর্য'। এদিন নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৪৭ তম প্রদর্শনী বিকাল ৫.৩০ মিনিটে এবং ৪৮ তম প্রদর্শনী সন্ধ্যা ৭.৩০ মিনিটে।
এছাড়াও এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ , শায়র নিয়োগী, কাজী তৌফিকুল ইসলাম ইমন, যোশীয় জয়দেব দাস, রমিন মজুমদার, নিশান সিয়াম ও দীপক সুমন।
Comments