ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে চারদিন ব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সোমবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন শুরু হয়।
দেশের বিনিয়োগ পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্তৃপক্ষ (বেজা)। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন এবং শিল্পখাতের অস্থিরতা কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলনটি পাঁচটি অগ্রাধিকার খাত চিহ্নিত করেছে সরকার। এগুলো হলো নবায়নযোগ্য শক্তি,ডিজিটাল অর্থনীতি,টেক্সটাইল ও পোশাক,স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াকরণ। এই খাতগুলোকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগের জন্য।

মুল সম্মেলন ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস,বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,ব্যবসায়িক নেতারা এবং নীতিনির্ধারকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আজ সোমবার প্রথম দিনে সম্মেলনের একটি প্রধান আয়োজন 'বাংলাদেশ স্টার্ট-আপ কানেক্ট ২০২৫' উদ্বোধন করা হয়। এই অধিবেশনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কন্সটেলেশন এসেট ম্যানেজম্যান্ট কোম্পানির চেয়ারম্যান তানভীর আলী্। সাদি হকের সঞ্চালনায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার বিশেস সহকারী ফাইজ আহমেদ তাইয়েব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

৫০টি দেশের ৫৫০ জনেরও বেশি বিনিয়োগকারী অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ব্যবসায়ী প্রতিনিধি আসছেন চীন থেকে।
বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সোমবার সকালে একদল বিদেশি বিনিয়োগকারী বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে গেছেন। সেখানে তারা কেইপিজেড পরিদর্শন করেন।
Comments