আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা জেডি ভান্স।
ক্যাপিটল রোটুন্ডায় এই শপথ হয়।
শপথে তিনি সংবিধানকে "সংরক্ষণ ও রক্ষা করার" প্রতিজ্ঞা করেন।
শপথ গ্রহণকালে ট্রাম্পের কাছে দু'টি বাইবেল দেখা গেছে। এর মধ্যে একটি তার মায়ের দেওয়া এবং অন্যটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত বাইবেল
শেষবারের মতো প্রেসিডেন্ট হিসাবে সেখানে এসেছেন জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
এছাড়া অনুষ্ঠানে সস্ত্রীক এসেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামা।
ডোনাল্ড ট্রাম্প ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসছেন তিনি।