যুদ্ধবিরতির আলোচনার একদিনের মধ্যেই ৬১ ফিলিস্তিনিকে হত্যা
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। একদিনে উপত্যকাটিতে প্রাণ গেছে আরও ৬১ নিরীহ ফিলিস্তিনির। আহত হয়েছেন ২৮১ জন।
গাজায় অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর বর্বরতা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপত্যকাটির মধ্যাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি ভবনে বোমা হামলা চালায় ইসরাইল। এতে বেশ কয়েকজন নিহত হন। অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালায় নেতানিয়াহুর সেনারা।
অঞ্চলটির জেনিন শরণার্থী শিবিরে বিমান হামলা চালালে হতাহত হন বেশ কয়েকজন।
গাজায় ইসরাইলি হামলার মধ্যেই চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, অনেক বাধা দূর করে আগের কয়েকবারের তুলনায় এবারের আলোচনা সবচেয়ে বেশি ফলপ্রসূ অবস্থায় রয়েছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তি কার্যকর হলে দেশটির সরকার সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তা সমর্থন করবে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, বিদায়ী বাইডেন প্রশাসন নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে গাজার যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনার একটি পরিকল্পনা হস্তান্তর করবে।
এদিকে, জিম্মি মুক্তির আশায় দিন গুনছেন ইসরাইলিরা। তেল আবিবের রাস্তায় জড়ো হন হাজার হাজার মানুষ। প্রিয়জনদের ছবি হাতে নিয়ে অশ্রুসজল চোখে দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। এ সময় সমাবেশকারীদের সঙ্গে এসে যোগ দেন ইসরাইলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।