শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
৩১ ডিসেম্বর শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারই দেবে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রূপায়ন ট্রেড সেন্টারে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
এসময় তারা জানান, ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণা কর্মসূচি স্থগিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া বলেও জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান। সংবাদ সম্মেলন শেষে বাংলামোটর থেকে টিএসসি অভিমুখে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা দেওয়া হয়। পরে রাতেই জরুরি বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কয়েক ঘণ্টার বৈঠক শেষে গভীর রাতে তারা কর্মসূচি বহালের ঘোষণা দেন।