ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চায় জামায়াত: রফিকুল ইসলাম খান
জামায়াতে ইসলামী ক্ষমতা চায় না, শুধুমাত্র ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চায়। আমরা শাসক হবো না, জনগণের সেবক হবো। আমরা রাজা হবো না। অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তারা নিজেকে রাজা মনে করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে জনগণ ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগও পারে নাই। কারণ ভোট অন্য লোকেরা দিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকারের খুন, গুম ও গণহত্যা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার।
অন্তর্বর্তি সরকারকে উদ্দেশ্য করে রফিকুল ইসলাম খান বলেন, 'পাচার হওয়া টাকার সাথে মানুষকেও ফিরে আনতে হবে। দেশে এনে তাদের শাস্তি দিতে হবে। মুখ্য সচিবের কার্যালয়ে ছিল টাকা পাচারের সব নথিপত্র। ষড়যন্ত্র করে সচিবালয়ে আগুন দিয়ে সেগুলো পুড়ে দেয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'জামায়াতে ইসলামীতে কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলাবাজ, ঘুষ খোর নেই। আমাদের ওপর বিশ্বাস রাখতে পারেন। জামাতের কোন লোক দুর্নীতি করলে তারা দলে থাকতে পারবেন না।'
জামায়াতে ইসলামী কাজীপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভা পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কাজীপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা শাহিনুর আলম। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন সভার সভাপতি জামায়াতে ইসলামী কাজীপুর উপজেলা শাখার আমীর জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা শাহিনুর আলম।