ডিএসসিসির সাবেক মেয়র তাপসকে দুদকে তলব
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদক থেকে ৩ নভেম্বর হাজির হতে তাপসের বনানীর বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।
দুদকের চিঠিতে বলা হয়েছে, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।
এতে বলা হয়য়, অভিযোগ বিষয়ে বক্তব্য দেওয়ার লক্ষ্যে ৩ নভেম্বর সকাল ১১টায় দুদক, প্রধান কার্যালয়, ঢাকায় হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।