শাহরুখ মান্নাত ছেড়ে চলে যাওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত

মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকা মানেই লোকে জানে, 'ওই তো যেখানে শাহরুখ খানের বাড়ি!' এই শহরে ঘুরতে আসা মানেই শাহরুখের বাড়ি মান্নাত একবার দেখতে যাবেন ভক্ত থেকে পর্যটকরা।
যদি এই সুযোগে বাদশার একঝলক দেখা পাওয়া যায় সেই আশায়! কিন্তু ভক্তদের সেই আশায় গুড়ে বালি। নতুন করে বাড়ির কিছূ কাজ করার জন্য সপরিবারে মান্নাত ছেড়েছেন শাহরুখ। এরপরই শুনশান নীরবতা মান্নাতপাড়ায়।
শাহরুখের মান্নাতের দৌলতে ওই এলাকায় লোকজনের যে আসা-যাওয়া ছিল, তা একদমই কমে এসেছে। ফলে বেশ চাপে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।
অভিনেতার বাড়ির বাইরে ভিড় জমানোর সময় অনুরাগীরা খাবার কিনতেন বা কিছু জিনিসপত্র কিনতেন কাছের দোকান থেকে। এখন আর তেমনটা হয় না।
'মানুষ এখন জেনেই গেছেন শাহরুখ আর এখানে থাকছেন না। যে কারণে কম লোক আসছেন এই এলাকায়', এমনটাই দাবি করেছেন স্থানীয় এক আইসক্রিম বিক্রেতার।
আরেকজন দোকানদারের কথায়, 'মানুষ মান্নাতের জন্য না আসলেও যাওয়া-আসার পথে অন্তত অটো বা ট্যাক্সি দাঁড় করিয়ে কিছুক্ষণ কাটিয়ে যেতেন, তাতেও কিছুটা ব্যবসা হতো। এখন তো কেউ আর দাঁড়ান না এখানে। আমাদের ব্যবসার ওপর যথেষ্ট প্রভাব পড়েছে এতে।'
প্রসঙ্গত, তিন ছেলে-মেয়ে আরিয়ান, সুহানা, অ্যাব্রাম এবং স্ত্রী গৌরীকে নিয়ে সম্প্রতি মান্নাত ছেড়েছেন শাহরুখ। সেখানে শুধু তারা পরিবারই থাকছে না, থাকবেন তাদের সিকিউরিটি এবং স্টাফরাও।
মান্নাত বাংলোর কাজ চলছে, আর প্রায় দুই বছর সেটা চলবে বলে জানা গেছে। সে কারণেই শাহরুখ সবাইকে নিয়ে ততদিনের জন্য বদলে নিয়েছেন নিজ বাসা। বান্দ্রার পালি হিলের কাছে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টই হয়ে উঠেছে তাদের নতুন ঠিকানা
Comments