শাকিবের ‘বরবাদ’ পেলো আকাশ ছোঁয়া আয়

সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সব প্রেক্ষাগুলোতেই চুটিয়ে ব্যবসা করছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ'। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এ সিনেমা ৯ দিন পেরোলেও চাহিদা কমেনি বরং সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক।
তাই বর্তমানে দর্শকদের প্রশ্ন, ঠিক কত টাকা আয় করতে পেরেছে নতুন এ ঈদের সিনেমাটি? দর্শকদের সে কৌতূহল মেটাতে আয় নিয়ে এবার মুখ খুলেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশনের অফিশিয়াল ফেসবুক পেজ একটি স্ট্যাটাসের মাধ্যমে জানায়, মুক্তির প্রথম সাতদিনে 'বরবাদ'র গ্রস কালেকশন ২৭ কোটি ৪৩ লাখ টাকা। তবে মাল্টিপ্লেক্স থেকে কত ও সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় করেছে সে বিষয়ে আলাদা তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।
এ আয় দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে। এর আগে ঈদের সিনেমা 'প্রিয়তমা' একমাসে ২৭ কোটি টাকা আয় করেছিল। 'বরবাদ' তা করে দেখিয়েছে মাত্র এক সপ্তাহেই।
এখানেই শেষ নয়। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই 'বরবাদ' যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি দেয়া হবে। সে হিসেবে এই আয়ের পরিমাণ অচিরেই ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা 'বরবাদ'। এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্যের মতো তারকারা। সিনেমার বিশেষ আকর্ষণ আইটেম গানে পারফর্ম করেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।
Comments