বিয়ের পর ধর্ম পালন নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

বলিউড তারকাজুটি সোনক্ষী সিনহা এবং জহির ইকবালের সংসার জীবন আট মাস অতিবাহিত হয়ে গেছে। তবে দুজনের ধর্ম নিয়ে আলোচনা এখনো মাঝেমধ্যে সামনে আসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষীর কাছে জানতে চাওয়া হয়, জহিরের পরিবার তাকে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়ার জন্য চাপ দিয়েছিল কি না। সোনাক্ষীও প্রশ্নের খোলামেলা জবাব দেন।
হাউটারফ্লাই-কে দেয়া সাক্ষাৎকারে সোনাক্ষী স্পষ্ট করে জানান, জহিরের পরিবার তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য কখনও চাপ দেয়নি।
সোনাক্ষী আরও বলেন, ধর্ম তাদের দুজনের মাঝে কখনোই কোনো সমস্যা ছিল না।
'জহির এবং আমি আসলে ধর্মের দিকটা কখনো খেয়ালই করিনি। আমরা দুজন একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। সে আমার উপর তার ধর্ম চাপিয়ে দেয়নি, আমিও তার উপর আমার ধর্ম চাপিয়ে দিচ্ছি না। এটি এমনকি কোনো আলোচনার বিষয়ই ছিল না।' বলেন সোনাক্ষী।
অভিনেত্রী আরও বলেন, তারা দুজন একে অপরের সংস্কৃতিকে সম্মান করেন, 'আমরা একে অপরের সংস্কৃতির প্রশংসা করি এবং বুঝতে পারি। তারা তাদের বাড়িতে কিছু ঐতিহ্য অনুসরণ করেন, আমি আমার বাড়িতে কিছু ঐতিহ্য অনুসরণ করি। সে আমার দীপাবলি পূজায় অংশগ্রহণ করে এবং আমি তার আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এটাই গুরুত্বপূর্ণ।'
সোনাক্ষী তাদের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইনের ভূমিকা তুলে ধরে বলেন, 'এটিই তাদের জন্য সর্বোত্তম সমাধান।'
''এই পরিস্থিতিতে, বিয়ে করার সর্বোত্তম উপায় ছিল বিশেষ বিবাহ আইন, যেখানে একজন হিন্দু নারী হিসেবে আমার ধর্ম পরিবর্তন করার প্রয়োজন নেই এবং একজন মুসলিম পুরুষ হিসেবে তারও ধর্ম পরিবর্তনের দরকার নাই। এটা এত সহজ। আমাকে কখনও জিজ্ঞাসাই করা হয়নি, 'তুমি কি ধর্মান্তরিত হতে যাচ্ছ?''
গত বছরের ২৩ জুন বিয়ে কনের সোনাক্ষী এবং জহির। বিয়ের আগে প্রায় সাত বছর ধরে ডেট করেছিলেন তারা। সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা বলিউডের কিংবদন্তী অভিনেতা। অপরদিকে জহিরের বাবা ইকবাল রুস্তমজী নামকরা স্বর্ণ ব্যবসায়ী।
সূত্র: এনডিটিভি
Comments