৩৭ বছরের সম্পর্ক বিচ্ছেদের বিষয়ে যা বললেন গোবিন্দ

গত কয়েকদিন ধরেই বলিপাড়ার গুঞ্জন―বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও সুনীতা। এ নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। তবে গুঞ্জন চাউর হতেই সবার মনে প্রশ্ন, সত্যিই কী দীর্ঘ ৩৭ বছরের সম্পর্কে ইতি টানতে যাচ্ছেন তারা?
সম্পর্ক নিয়ে যখন চারদিকে নানা চর্চা, ঠিক তখনই এ নিয়ে কথা বললেন অভিনেতা গোবিন্দ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তিনি জানিয়েছেন, আপাতত শুধু ব্যবসা নিয়ে আলোচনা করছেন। নতুন সিনেমা তৈরির প্রক্রিয়ায় রয়েছেন তিনি।
অভিনেতার ম্যানেজার শশী সিনহা বলেছেন, পরিবারের কয়েকজন সদস্যদের বিবৃতির জন্য গোবিন্দ-সুনীতা দম্পতির মধ্যে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। এর বেশি কিছু নয়। গোবিন্দ এখন তার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত। এ জন্য আমাদের অফিসে শিল্পীরা নিয়মিত যাওয়া-আসা করছেন। তবে পরিবারের বিষয়টি সমাধানের চেষ্টা করছি আমরা।
এদিকে অভিনেতার স্ত্রী সুনীতা বিয়েবিচ্ছেদ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। আবার তাদের মেয়ে টিনা সংবাদমাধ্যমে এলেও পারিবারিক বিষয়ে কোনো কথা বলেননি।
তবে বলিপাড়ায় গুঞ্জন, পরকীয়ায় জড়িয়ে পড়েছেন ষাট বছরের অভিনেতা গোবিন্দ। প্রায় অর্ধ বয়সি এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এ কারণেই নাকি সুনীতার সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে তার। অবশ্য এ নিয়ে আগে কথা বলেছেন অভিনেতার স্ত্রী।
সুনীতার ভাষ্য―হাতে কাজ না থাকায় স্বামীকে নিয়ে খুবই চিন্তিত তিনি। বলেন, এখন তো বসেই সময় কাটে। এ কারণে ভয় হয়, আবার কিছু করে না বসে। সঙ্গে আরও দাবি করেন, আগে সম্পর্ক নিয়ে সুরক্ষিত বোধ করতেন। কিন্তু এখন সম্পর্ক নিয়ে চিন্তিত। আর তার এই মন্তব্য নিয়েই যত ধোঁয়াশা হতে থাকে।
Comments