পশুপাখি ভালোবাসেন এমন ছেলেকে বিয়ে করতে ইচ্ছুক পূজা

মালয়েশিয়ায় একটি ইভেন্টের কাজ শেষ করে দেশে ফিরেছেন ঢালিউড চিত্রনায়িকা পূজা চেরি। চুক্তিবদ্ধ হয়েছেন 'টগর' নামের নতুন একটি সিনেমায়। তবে ভক্ত ও নেটিজেনরা জানতে চান ক্যারিয়ারে সফল এ অভিনেত্রী কবে 'বিয়ে' করছেন তার উত্তর। সে প্রসঙ্গে খোলামেলা জবাব দেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা চেরির কাছে ভবিষ্যত পরিকল্পনা ও বিয়ে প্রসঙ্গে জানতে চাওয়া হয়। এমন প্রশ্ন শুনে পূজা বলেন, 'আমি একজন অভিনেত্রী। আমার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকবে এটিই স্বাভাবিক। যারা জানতে চান আমি কবে আমি বিয়ে করছি তাদের উদ্দেশে বলবো, পূজা এখনই বিয়ে করছে না। বিয়ে করলে তো জীবনের একটা পার্ট শেষ হয়ে গেলো।'
পূজা আরও বলেন, 'আগে নিজের ক্যারিয়ার সেটল করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে চাই। ক্যারিয়ারে আমাকে অনেকদূর পাড়ি দিতে হবে। তাই আমার কাছে মনে হয়, আমি এখনও আনসেটলড। এ অবস্থায় বহুদূর না গিয়ে বিয়ে করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।'
বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ প্রশ্নে এ অভিনেত্রী বলেন, 'ল্যাবড়াছ্যাবড়া প্রকৃতির ছেলে পছন্দ করি না। ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ আমাকে আকৃ্ষ্ট করে। যাকে আমি বিয়ে করবো তার অবশ্যই উন্নত ব্যক্তিত্ব ও পশুপাখি ভালোবাসার মানসিকতা থাকতে হবে।'
প্রসঙ্গত, পূজা চেরি অভিনীত সর্বশেষ সিনেমা 'লিপস্টিক'। চলতি বছর কোরবানীর ঈদে অভিনেত্রীর 'টগর' সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে রয়েছে।
Comments