মালাইকার সঙ্গে বিচ্ছেদ ও বিয়ে নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুর গত বছরই ইতি টেনেছেন তাদের প্রেমের সম্পর্কে। দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে থাকার পরও আলাদা হয়েছেন তারা। তবে সপ্তাহখানেক আগে অভিনেতা সাইফ আলী খানকে হাসপাতালে দেখতে গিয়ে অনেকটা কাকতালীয়ভাবেই দেখা হয় দু'জনের।
এ সময় দু'জনের ভাবভঙ্গিমায় স্পষ্ট হয়―দু'জনার মধ্যে নতুন করে ফের সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি এবার বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা অর্জুন কাপুর। সম্প্রতি আসন্ন সিনেমা 'মেরে বিবি কি হাজব্যান্ড' সিনেমার প্রচারণায় অংশ নিয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন এ অভিনেতা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমা সংক্রান্ত ব্যাপারে কথা বলার পাশাপাশি বিয়ের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হয় অর্জুন কাপুরের কাছে। জবাবে এ বলিউড তারকা বলেন, এখনো বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা করিনি। তবে এ নিয়ে ভাবলে অবশ্যই শুরুতেই সবাইকে জানাব আমি। কিন্তু আজ শুধু সিনেমা নিয়ে কথা বললে বোধ হয় ভালো হয়।
অর্জুন কাপুর বলেন, এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে তো অনেক কথা বলেছি। অন্যদেরও আমার জীবন নিয়ে কথা বলার জন্য অনেক সুযোগ দিয়েছি। আপাতত জীবন নিয়ে কথা বলতে চাচ্ছি না।
অভিনেত্রী মালাইকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরপরই নিজেকে সিঙ্গেল ঘোষণা করেন অর্জুন কাপুর। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে কথার সময় হয়নি এখনো। আপাতত কাজে মনোযোগ দিতে চাই। কাজ নিয়েই আপনাদের সঙ্গে কথা বলতে চাই।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই অর্জুন কাপুর অভিনীত 'মেরে বিবি কি হাজব্যান্ড' সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ভূমি পেডনেকার। পর্দায় একসঙ্গে এবারই প্রথমবার দেখা যাবে তাদের।
Comments