সালমানকে নিয়ে যে মন্তব্য করলেন রাম কাপুর
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ রাম কাপুর। সম্প্রতি এ অভিনেতা মন্তব্য করেছেন বলিউড মেগাস্টার সালমান খানকে নিয়ে। সে মন্তব্য এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, পেশাগত জীবনে সালমান কেমন সে বিষয়ে সম্প্রতি মুখ খোলেন রাম। এক সাক্ষাৎকারে সালমান প্রসঙ্গ উঠলে রাম বলেন, পেশাদারিত্বে সব সময় এক ধাপ এগিয়ে থাকেন সালমান। ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী সব সময় নিজেকে প্রস্তুত রাখেন। এক কথায় তিনি অনেক পরিশ্রমী ও নিরলস।
রাম কাপুর আরও বলেন, পার্টিতে সালমানকে আনন্দ করতে দেখেছি, ড্রিংকস করতেও দেখেছি। আবার সিনেমার প্রস্তুতি নেয়ার সময় অন্য সালমানকেও দেখেছি।
সালমানের তার কাজের প্রতি দায়িত্ববোধ প্রসঙ্গে বলেন, কোনো সিনেমার কাজে প্রস্তুতি নেয়ার সময় সালমানের পুরো অন্য রূপ। সিনেমার শুটিং করেন গভীর রাত পর্যন্ত। নিজেকে ফিট রাখতে গভীর রাতে বাড়িতে ফিরলেও শরীরচর্চা করেন।
সাক্ষাৎকারে সালমান ছাড়াও অক্ষয় কুমার, শাহরুখ খান, আলিয়া ভাট, আমির খানের ভূয়সী প্রশংসা করেন রাম। তারা সবাই তাদের কাজে অতি উচ্চ মান বজায় রাখেন বলে মনে করেন অভিনেতা।
প্রসঙ্গত, চলতি বছর আসন্ন ঈদেই মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা 'সিকান্দার'। এ সিনেমায় প্রথমবারের মতো রাশমিকা মন্দনার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড ভাইজান।