শুভ্র আজাদের নতুন গান ‘সুন্দরী’
এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্র আজাদ। বর্তমান সময়ে গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারমধ্যেই একের পর এক নতুন গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তার গাওয়া নতুন গান 'সুন্দরী'। গানটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ভালো সারা পাচ্ছেন এ শিল্পী।
শুভ্র আজাদ স্কুলের গণ্ডি পেরিয়ে চট্টগ্রাম সরকারি কলেজে ভর্তির সুযোগে 'সংগীত ভবন' এর কর্ণধার প্রদীপ সেন গুপ্ত'র কাছে গানে হাতে খড়ি এবং এশিয়া মহাদেশের নামকরা সঙ্গীত গুরু 'ওস্তাদ মিহির লালা'র কাছে দীর্ঘদিন ক্লাসিক্যালে তালিম নিয়েছেন। জি সিরিজের ব্যানারে 'অপূর্ণ প্রেম' নামে তার প্রথম ৯টি মৌলিক গানের অ্যালবাম প্রকাশ হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির ব্যানারে তার মৌলিক গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। তার কয়েকটি মৌলিক গানের মধ্যে ময়না, ওরে পরান পাখি, আমার মন কাঁন্দেরে, প্রেম নামের ফাঁদ উল্লেখযোগ্য।
২০২২ সালে ব্যাংকারদের নিয়ে 'এসএ টিভি'র 'ব্যাংকার্স ভয়েস' রিয়েলিটি শো'তে টপ টেন-এ নাম আসে আজাদের। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত সমান্তরাল ভাবে দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন। দর্শক মঞ্চে গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এ শিল্পী।