নতুন বছরে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, অতীত ও ভবিষ্যতের পরিকল্পনা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব একটি ছবি পোস্ট করেন। সে ছবিতে নিজের অভিনীত ২০২৪ সালের সফল ৩ সিনেমার পোস্টার তুলে ধরেন।
এর ক্যাপশনে অভিনেতা লেখেন, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চললো। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শাকিব আরও লেখেন, পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন - এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনূভুতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
সুখবর দিয়ে শাকিব বলেন, নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি।
প্রসঙ্গত, শাকিব খান ২০২৪ সালে ভক্তদের তিনটি হিট সিনেমা উপহার দেন। এগুলো হলো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে 'রাজকুমার', টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে 'তুফান' ও বলিউড অভিনেত্রী 'সোনাল চৌহানের সঙ্গে 'দরদ'।