‘শিবির কমিটিতে’ থাকা বিষয়ে মুখ খুললেন পূজা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি কমিটির তালিকার ছবি ভাইরাল হয়েছে। যেখানে কমিটির আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নাম রয়েছে অভিনেত্রী পূজা চেরীর। তবে শিবিরের প্যাডে ভাইরাল হওয়া ছবিসহ 'কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা শাখার' ওই কমিটিটি ভুয়া বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম।
বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডি থেকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি। 'ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব' শিরোনামে দেয়া ওই স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লিখেছেন, 'যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করার চেষ্টা করে থাকে।'
স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, 'যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এরকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এই সকল অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।'
এদিকে 'শিবিরের প্যাডে' নিজের নাম আসা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অভিনেত্রী পূজা চেরীও। মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমারস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে এটাই স্বাভাবিক, মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে, কিন্তু আজকে যে বা যারা এই রিউমারস টা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।'
পোস্টে অভিনেত্রী আরও লিখেছেন, 'এটা শুধু রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না, এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে, এমন কোনো রিউমারস করা আসলে উচিত না যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে।'
ফেসবুকে দেয়া ওই পোস্টের বিশেষ দ্রষ্টব্যের অংশে পূজা চেরী লিখেছেন, 'আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি, এই প্রফেশনের বাহিরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।'