পাইরেসির শিকার শাকিব খানের ‘দরদ’
'দরদ' যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছে, তেমনি ঈদ ছাড়া প্রেক্ষাগৃহে উৎসব ফিরিয়েছে শাকিবিয়ানদের। আর এমন সাহসী পদক্ষেপে প্রশংসিত হচ্ছেন নির্মাতা অনন্য মামুনও। নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে বাংলাদেশ-ভারতসহ শুক্রবার (১৫ নভেম্বর) ২২টি দেশে মুক্তি পেয়েছে 'দরদ'। প্রেক্ষাগৃহে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।
শাকিবের 'দরদ' সিনেমা পাইরেসির শিকার হয়েছে। গত শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। সেসময় বাংলাদেশের বাইরে আরও ২০টি দেশে একযোগে মুক্তি পায় এই সিনেমা।
প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে সিনোমটি ভালো ব্যবসা করলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতেই পাইরেসির শিকার হলো ছবিটি।
পাইরেসির খবর ছড়িয়ে পড়ে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায়। অন্তর্জালে খবর ভেসে বেড়ায় ইউটিউবে দেখা যাচ্ছে শাকিবের এই ছবিটি। ধারণা করা হচ্ছে, কোনো প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেয়া হয়েছে।
এর আগে বহুবার পাইরেসি নিয়ে দর্শকদের সতর্ক করেও নিজের সিনেমার পাইরেসি বন্ধ করতে পারলেন না শাকিব খান। এ বিষয়ে পরিচালক অনন্য মামুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, 'দরদ'-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলেছে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।