শাকিবের নতুন সিনেমা মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত এই সময়ে বড় বাজেটের সিনেমা 'দরদ' মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।
জনপ্রিয় এই নায়কের 'প্রিয়তমা' ও 'তুফান' সিনেমার সাফল্যের পর এবার 'দরদ' সিনেমার জন্য ভালো সাড়া পাওয়া যাচ্ছে দর্শকদের।
মুক্তির দুইদিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমার অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।
সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে প্রতিদিন ২২ শো চলবে 'দরদ' সিনেমার।
আজ বুধবার থেকেই সিনেমার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে বলে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।
এছাড়া, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকেট।
ঢাকার বাইরে বগুড়ার মধুবন এবং চট্টগ্রামের সুগন্ধায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে।
রোম্যান্টিক থ্রিলার ধাঁচের 'দরদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি সিনেমাটির গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ২২টি দেশে মুক্তি পাচ্ছে 'দরদ'। পরিচালক বলেন, 'ঈদ ছাড়াই ১০০ হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইতোমধ্যে ৮০টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক "দরদ" দেখলে খারাপ বলতে পারবেন না।'
Comments