সুন্দরবন রক্ষার তাগিদে মোংলায় পরিবেশ সমাবেশ

উপকূলীয় বনাঞ্চল সুন্দরবনসহ উপকূলীয় প্রকৃতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশকর্মীরা। তাঁদের মতে, এই অঞ্চল শুধু জীববৈচিত্র্যের আশ্রয়স্থলই নয়, বরং উপকূলের কোটি মানুষের প্রাণরক্ষার প্রাকৃতিক দেয়াল।
বুধবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক পরিবেশ সমাবেশ, যেখানে পরিবেশবাদী সংগঠন 'ধরিত্রী রক্ষায় আমরা', 'ওয়াটারকিপার্স বাংলাদেশ' ও 'পশুর রিভার ওয়াটারকিপার' যৌথভাবে আয়োজন করে 'সবুজ সাথী সম্মাননা ২০২৫'।
সমাবেশে সভাপতিত্ব করেন 'ওয়াটারকিপার্স বাংলাদেশ'-এর সমন্বয়কারী শরীফ জামিল। প্রধান অতিথি হিসেবে ছিলেন মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। বক্তারা বলেন, "বনের গাছ কেটে ও নদীর পথ রুদ্ধ করে উন্নয়ন নয়, বরং এই ধ্বংসাত্মক প্রবণতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।"
এ বছর 'সবুজ সাথী সম্মাননা' পান মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে এম রব্বানী। তিনি বলেন, "গাছ লাগানো শুধু কাজ নয়, এটা সামাজিক দায়িত্ব।"
বক্তারা সুন্দরবনের পাশে নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রকল্পটি বন্ধ করার দাবি জানান।
সমাবেশে স্থানীয় শিক্ষক, কৃষি কর্মকর্তা, পরিবেশপ্রেমিক, কবি ও আন্দোলনকর্মীরাও বক্তব্য দেন।
তারা বলেন, প্রকৃতি রক্ষা মানেই জীবন রক্ষা। আর সেই দায়িত্ব একক কারো নয়—এটা আমাদের সবার।
Comments