বাগেরহাট ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি একাডেমিতে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের শাটডাউন ঘোষনা

বাগেরহাট ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি একাডেমিতে তিনদফা দাবিতে তালা ঝুলিয়ে শাটডাউন ঘোষনা করেছে সেখানে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
১৯ মে সোমবার সকালে সদরের চিতলী বৈটপুরস্হ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি চত্বরে অধ্যায়নরত শিক্ষার্থীরা মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনুর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান করে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্হ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু আছে।
প্রশিক্ষণের মান উন্নতকরন সহ তিন দফা দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন শেষে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন ঘোষনা করেন শিক্ষার্থীরা। অবিলম্বে সি ডি সি বাস্তবায়ন সহ তাদের দাবিকৃত যৌক্তিক বিষয়গুলি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন কর্মসূচী চলমান থাকবে বলেও ঘোষনা দেওয়া হয়।
Comments