কলাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু শিক্ষার্থী

কলাপাড়ায় বোনের বাড়ি বেড়াতে এসে অটোবাইকের ধাক্কায় মারিয়া আক্তার (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া সিক্সলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত মারিয় উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মোজাম্মেল মৃধার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মারিয়া নিজ বাড়ি থেকে তার বোনের বাড়ি রজপাড়া এলাকায় বেড়াতে আসে।
পরে সে সকাল নয়টার দিকে তার বোনের মেয়েকে নিয়ে সিক্সলেন সড়ক হয়ে একটি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। এসময় সড়ক পারপার করতে গিয় একটি অটোবাইক ধাক্কায় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের পাশে পরে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
Comments