ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর মোটরসাইকেল চালতে গিয়ে মো. তুলিপ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দ্বিতীয় সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুলিপ জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে তুলিপ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার ফাঁকে তুলিপ বন্ধু জহিরের মোটরসাইকেল চালানোর সময় সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দ্বিতীয় সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে জহিরসহ স্থানীয়রা তুলিপকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Comments