তৃতীয় দিনেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নসহ ৫ দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে চলছে শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে, একাডেমিক শাটডাউটনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিতে পারেননি রোগীরা। তৃতীয়দিনের মতো শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখায় দুর্ভোগের শেষ নেই তাদের।
রোগীরা জানান, কেউ এসেছেন ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসা নিতে। কেউ আবার তিনদিন ধরে ঘুরছেন সেলাইয়ের স্থানে হওয়া সংক্রমণ সারাতে। তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সেবা দান।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, নিবন্ধিত না হয়েও কেবলমাত্র টেকনিক্যাল পাস করেই নামের সঙ্গে চিকিৎসক পরিচয় ব্যবহার করছেন অনেকে। এতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এজন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নসহ ৫ দাবিতে রাজশাহী, সিলেট, খুলনা, বগুড়া ও নওগাঁসহ বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন। একাডেমিক শাটডাউটনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রমও।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয় ইন্টার্নি চিকিৎসকদের এই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারীরা।
Comments