উল্লাপাড়ায় চলতি বছর সরিষা চাষে বিপ্লব ঘটেছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি অফিসের সহযোগীতায় সরিষা চাষে বিপ্লব ঘটিয়েছে কৃষকেরা। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রাকে পিছনে ফেলেছে তারা। এখন দিগন্ত জোড়া হলুদ সারিষাক্ষেত। হলুদ চাদরে বিছানো সরিষা ক্ষেতে সরিষা চাষি ও মৌ-চাষিরা এ মুহুর্তে ব্যস্ত সময় পার করছে।
এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মধু সংগ্রহকারী চাষিরা সরিষা ক্ষেতের কোল ঘেঁষে বসিয়েছে মৌমাছির বাক্স। সরিষা চাষ বেড়ে যাওয়ায় কৃষি বিভাগও উৎপাদনও লক্ষ্যমাত্রাও পরিবর্তন করেছে । এ উপজেলায় সরিষা উৎপাদনের পাশাপাশি মৌচাষরিা মধুও সংগ্রহ করে প্রচুর।
এবারে সরিষা ফুল থেকে ১ লাখ ৮৩ হাজার কেজি মধু উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে। যার বাজার মুল্য প্রায় ৪ কোটি টাকা। তাই এই উপজেলায় কৃষকরা কৃষিতে বিপ্লব ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সোমবার বিকেলে পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া ফসলের মাঠে এই মাঠ দিবস পালিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা.মু আহসান শহীদ সরকারের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন,মনিটরিং অফিসার আখেরুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সহ আরো উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ।