জামিজুরীতে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমের ৭ম বাৎসরিক উৎসব উদযাপন
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরীতে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমের ৭ম বাৎসরিক উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয়েছে। ৫ ফেব্রুয়ারি এ ধর্মীয় অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বৃক্ষধর শীল। বিশেষ অতিথি ছিলেন লিটন শীল ও ভবতোষ শীল। ধর্মীয় গীতাপাঠ পরিবেশন করেন বিকাশ দত্ত ও গৌতম চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও ছিলেন লালু শীল, দেলু দাস, পলাশ ঘোষ, বাঁশি ঘোষ, রুবেল শীল, আপন শীল, জীবন শীলসহ অনেক ধর্মপ্রাণ ভক্ত। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজীব শীল।
ভক্তগণ শ্রী শ্রী বাবা লোকনাথের শিক্ষার উপর আলোচনা করেন এবং ধর্মীয় পরিবেশে দিনটি অতিবাহিত করেন।
Comments