বন্ধ হয়ে গেল ‘কল অব ডিউটি:ওয়ারজোন মোবাইল’

বিশ্বব্যাপী গেমারদের কাছে জনপ্রিয় শ্যুটিং গেম 'Call of Duty' সিরিজের মোবাইল সংস্করণ 'Call of Duty: Warzone Mobile' অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। গেমটির প্রকাশক অ্যাক্টিভিশন এক্স–এ এক বিবৃতিতে জানায়, গেমটি তাদের প্রত্যাশিত সাফল্য পায়নি এবং মোবাইল প্ল্যাটফর্মে গেমারদের অভিজ্ঞতাও তেমন সন্তোষজনক ছিল না। তাই তারা গেমটি বন্ধের কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
২০২৪ সালের মার্চে বিশ্বব্যাপী উন্মোচনের পর 'ওয়ারজোন মোবাইল' গেমটি বিপুল আগ্রহের সৃষ্টি করেছিল। পিসি এবং কনসোল প্লেয়ারদের কাছে 'ওয়ারজোন' মানেই ছিল টান টান উত্তেজনায় ভরা ব্যাটেল রয়্যাল যুদ্ধ। সেই অভিজ্ঞতা মোবাইলেও পাওয়া যাবে—এমন আশা নিয়ে লক্ষ লক্ষ গেমার এটি ডাউনলোড করেছিলেন।
কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। গেমারদের মতে, গেমটিতে ছিল নানা ধরণের সমস্যা:
> বারবার ক্র্যাশ হওয়া ও ফ্রেমড্রপ
> অপ্টিমাইজেশনের অভাব, বিশেষ করে মিড ও লো রেঞ্জের ডিভাইসে
> পিসি ও কনসোল সংস্করণের তুলনায় কনটেন্টে সীমাবদ্ধতা
> ব্যালেন্সিং ইস্যু ও ল্যাগিং সমস্যা
ফলে ধীরে ধীরে ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকে এবং গেমটি প্রত্যাশিত জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয়।
অ্যাক্টিভিশনের বিবৃতিতে বলা হয়, "ওয়ারজোন মোবাইল মোবাইল গেমারদের জন্য যে অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম, তা আমরা দিতে পারিনি। একারণে আমরা এই ভার্সনটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।"
আজ (১৮ মে ২০২৫) থেকেই গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে গেমটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে কেউ যদি ১৯ মে'র আগেই গেমটি ডাউনলোড করে থাকেন, তারা এখনও কিছুদিন পর্যন্ত সেটি খেলতে পারবেন—যদিও এটি কতদিন চালু থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
বিশ্বব্যাপী গেমারদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন, কারণ তারা ভাবতেই পারেননি এতো দ্রুত এমন একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির মোবাইল গেম বন্ধ হয়ে যাবে।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক গেমার দীর্ঘদিন ধরেই মোবাইল সংস্করণটির সমস্যার কথা বলছিলেন। অনেকে বলছেন, "গেমটিকে ঠিকঠাক অপ্টিমাইজ করা হলে এটি সফল হতো। কিন্তু অ্যাক্টিভিশন পর্যাপ্ত মনোযোগ দেয়নি।"
উল্লেখ্য, অ্যাক্টিভিশনের আরেকটি গেম 'Call of Duty: Mobile' এখনও সক্রিয়ভাবে চালু রয়েছে এবং বেশ জনপ্রিয়তা পাচ্ছে। অনেকেই মনে করছেন, ওয়ারজোন মোবাইল বন্ধ করে তারা মূল COD Mobile-এর উন্নয়ন ও সম্প্রসারণে মনোযোগ দিতে পারে।
Comments