প্রায় বিশ বছর পর রহস্যময়ী প্রাণীর পরিচয় খুঁজে পেলেন বিজ্ঞানীরা
প্রায় ২ দশক পর প্রশান্ত মহাসাগরে খুঁজে পাওয়া রহস্যময় এক প্রাণীর পরিচয় খুঁজে বের করেছেন ক্যালিফোর্নিয়াভিত্তিক একদল গবেষক। অন্ধকারে জ্বলজ্বল করা এই প্রাণীটি একটি সামুদ্রিক স্লাগ বলে ঘোষণা দিয়েছেন তারা।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে গভীর সাগর এবং মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ ও জ্ঞানের পরিধি বাড়ছে। আবিষ্কৃত হচ্ছে নতুন শ্রেণীর প্রাণীও। এবার এমনই এক সামুদ্রিক প্রাণীর পরিচয় জানা গেলো। প্রায় ২ দশক পরে প্রশান্ত মহাসাগরে পাওয়া এক রহস্যময় প্রাণীকে সামুদ্রিক স্লাগ বলে ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা।
২০০০ সালে প্রশান্ত মহাসাগরের প্রায় সাড়ে ৮ হাজার ফুট গভীরে একটি জলজলে, জেলীসদৃশ প্রাণীর দেখা পায় বিজ্ঞানীরা। প্রাথমিক গবেষণায় একে মলাস্কা পর্বের প্রাণী বলে ধরে নেন তারা। একে অভিহিত করেন 'রহস্যময় মলাস্ক' হিসেবে।
দ্য মনটারি বে অ্যাকুরিয়াম রিসার্চ ইনস্টিটিউট জানায়, এক প্রান্তে বিশাল হুডযুক্ত কাঠামো, অন্যপ্রান্তে অসংখ্য আঙুলের মতো গঠন এবং রঙিন অভ্যন্তরীণ অঙ্গ দেখে প্রাথমিকভাবে প্রাণীটিকে কোনো দলে ফেলতে পারছিলেন না তারা। তবে, অন্তত ১৫০ বার সমুদ্রে প্রাণীটিকে পর্যবেক্ষণ, গবেষণাগারে এর ওপর অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর একে সামুদ্রিক স্লাগ বলে ঘোষণা দেন তারা।
প্রাণীটি সমুদ্রের গভীরে 'মিডনাইট জোন'-এ বাস করে। হিমশীতল পরিবেশ, ঘুটঘুটে অন্ধকার এবং ভয়াবহ চাপের জন্য পরিচিত সমুদ্রের এই অংশ। এই প্রাণী সম্পর্কে গবেষণালব্ধ তথ্য ডিপ সি রিসার্চ জার্নালের প্রথমভাগে প্রকাশ করা হয়েছে।
সূত্র: সিএনএন