স্মার্টফোনের ব্যাটারি যেভাবে দীর্ঘদিন ভালো রাখতে পারেন
প্রযুক্তির উন্নতি আর সহজলভ্যতার কারণে এখন স্মার্টফোন সবার হাতে হাতে। প্রায় সব বয়সী মানুষেরই প্রথম পছন্দ স্মার্টফোন। কেননা স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকলে পুরো দুনিয়ার খবর পাবেন এক ক্লিকেই। দিনের বেশিরভাগ সময়ই আমরা প্রয়োজন এবং অপ্রয়োজনে এই ডিভাইসটি ব্যবহার করে থাকি। এর কারণে স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। পাশাপাশি ব্যাটারির লাইফেরও অবনতি হতে থাকে। তবে স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েট অথরিটি এর প্রতিবেদন থেকে জানা গেছে, স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হয়। এর ফলে ব্যাটারির দীর্ঘ সময় ভালো থাকে। চলুন জেনে নেয়া যাক কীভাবে দীর্ঘদিন স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে পারবেন-
১- স্ক্রিন ব্রাইটনেস
স্ক্রিন ব্রাইটনেস বাড়ানো থাকলে সাধারণত সর্বাধিক শক্তি খরচ করে এবং এটি দ্রুত ব্যাটারি লাইফ কমে যাওয়ার অন্যতম বড় কারণ। স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখলে ব্যাটারির শক্তি কম খরচ হয়। যা অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়িয়ে তুলতে পারে।
২- শতভাগ চার্জ নয়
প্রচলিত একটা ভুল ধারণা রয়েছে যে সম্পূর্ণ বা শতভাগ চার্জ করলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে। কিন্তু এ ধারণাই স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি করে। স্মার্টফোনের ব্যাটারি লিথিয়াম আয়নের হয়ে থাকে। শতভাগ চার্জ অথবা চার্জ না থাকলে লিথিয়াম আয়ন ব্যাটারির ওপর চাপ সৃষ্টি হয়। ফলে ব্যাটারির আয়ু কমে যায়। স্মার্টফোনের ব্যাটারির চার্জিং লেভেল সব সময় ৩০ থেকে ৮০ শতাংশ থাকলে ব্যাটারির ওপর চাপ পড়ে না। ফলে ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায়। আর তাই ব্যাটারির চার্জিং লেভেল সব সময় সর্বোচ্চ ৮০ শতাংশ রাখতে হবে। অর্ধেকের কাছাকাছি এলে চার্জ দিতে হবে। প্রয়োজনে কয়েকবারে স্মার্টফোন চার্জ দেয়া যেতে পারে।
৩- ফোনের ভাইব্রেশন বন্ধ রাখুন
রিংটোনের চেয়ে ভাইব্রেশনে বেশি শক্তি অপচয় হয়। তাই যতটুকু সম্ভব ফোনের ভাইব্রেশন বন্ধ রেখে রিংটোন ব্যবহার করাই ভালো। এটি ব্যাটারি লাইফকে উন্নত রাখবে।
৪- বালিশের নিচে ফোন রেখে চার্জ নয়
অনেকেই ঘুমানোর সময় বালিশের নিচে ফোন রেখে চার্জ করেন। এতে বাতাস চলাচলে সমস্যা হওয়ায় দ্রুত ব্যাটারি গরম হয়ে যায়, যা ব্যাটারির ক্ষতি করতে পারে। আর তাই খোলা জায়গায় স্মার্টফোন চার্জ দিতে হবে।
৫- ব্রাইটনেস লেভেল অটোমেটিক রাখুন
বর্তমানে আধুনিক স্মার্টফোনে একটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর রয়েছে যা আশপাশের আলোর ওপর ভিত্তি করে স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য বজায় রাখে। যার ফলে আশে পাশের আলো অনুযায়ী ফোনের ব্রাইটনেস কাজ করে। যা ব্যাটারি লাইফকে ঠিক রাখে এবং চার্জ অনেক সময় পর্যন্ত কমে যায় না।
৬- পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন
অ্যান্ড্রয়েড স্মার্ট-ফোনগুলোতে পাওয়ার-সেভিং মোড থাকে। এটি ব্যাকগ্রাউন্ড পরিষেবাগুলো বন্ধ করে, স্ক্রিনের ব্রাইটনেস কম রাখে এবং কিছু ক্ষেত্রে সিপিইউ কর্মক্ষমতা হ্রাস করে ব্যাটারি লাইফ বাড়িয়ে তোলে।
৭- ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন
ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত অনেক অ্যাপ রয়েছে যা উচ্চ মাত্রায় ব্যাটারি খরচ করে। এইগুলো বন্ধ করে রাখার জন্য স্মার্টফোনে অপশন রয়েছে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন। এটি আপনার ব্যাটারি লাইফ ঠিক রাখতে বেশ কার্যকরী।
৮- ডার্ক মোড ব্যবহার করুন
ডার্ক মোড ব্যবহার করাব হলে ব্যাটারি অপচয় কম হয়ে থাকে। তাই ডার্ক মোডে ফোন ব্যবহার করতে পারেন।
৯- চার্জে লাগিয়ে ফোন ব্যবহার না করা
অনেকেই ফোন চার্জে লাগিয়ে স্মার্টফোন ব্যবহার করেন। যত হালকা এপ্লিকেশনই হোক না কেন, ফোন চার্জ হওয়ার সময় এপ্লিকেশন সচল থাকলে ফোন গরম হয় বেশি, এতে ব্যাটারির ওপরও চাপ পড়ে বেশি। বিশেষ করে 'ফাস্ট চার্জিং' সাপোর্ট করা স্মার্টফোনগুলোতে এই কাজ একদমই করা ঠিক নয়।