আবারও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স

২০২৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল বাংলাদেশের দল রংপুর রাইডার্স। এবারের গ্লোবাল সুপার লিগেও খেলবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগে পাঁচ দল অংশগ্রহণ করেছিলো। যার মধ্যে ছিল বাংলাদেশের রংপুরও। ব্যাট হাতে সৌম্য সরকার এবং বল হাতে কামরুল ইসলামের দারুণ পারফরমেন্সে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারের আসরেও অংশগ্রহণ করবে।
এ প্রসঙ্গে জিএসএলের চেয়ারম্যান ক্লাইভ লয়েড বলেন, 'আমরা এই বছরের টুর্নামেন্টে ২০২৪ সালের জিএসএল চ্যাম্পিয়নদের আবার স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছরের ইভেন্টে অসাধারণ দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে খেলেছে এবং সত্যিকার অর্থে যোগ্য বিজয়ী হয়েছে। আমরা গায়ানায় তাদের প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং মাঠে তাদের অব্যাহত শ্রেষ্ঠত্ব প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
সবশেষ বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। রংপুরের পাশাপাশি বরিশালও অংশগ্রহণ করবে কিনা তা অবশ্য এখনও জানায়নি জিএসএল কর্তৃপক্ষ।
আগামী ১০ জুলাই মাঠে গড়াবে জিএসএলের দ্বিতীয় আসর। যা চলবে ১৮ জুলাই পর্যন্ত।
Comments