নেইমারের বাসায় আছে সাকিব আল হাসানের জার্সি

কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায় রয়েছেন কিশোরগঞ্জের রবিন মিয়া। অনেকেই তাকে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের বন্ধু হিসেবে চেনেন, তবে তিনি তা অস্বীকার করেছেন। বিনোদন তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট সেলেব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে এসে রবিন মিয়া জানিয়েছেন, ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার কতটা জানেন বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে।
রবিন বলেন, 'আমি নেইমারের বাবার সাথে কাজ করি, সেই সুবাদে ভালো সম্পর্ক। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে জানে। এবং আমি সাকিব আল হাসানের একটি জার্সি তাকে উপহার দিয়েছি। তার বাসায় সাকিব আল হাসানের জার্সি আছে। বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবাল সম্পর্কে জানে। এছাড়া ভারতের বিরাট কোহলি সম্পর্কে জানে।'
সাকিবকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা এ বিষয়ে তিনি বলেন, 'একজন ক্রীড়াপ্রেমী হিসেবে সাকিব ভাইকে অনেক ভালোবাসি। দেশের ক্রিকেটের জন্য তিনি অনেক কিছু দিয়েছেন, তাকে সেই জায়গা থেকে সম্মান করি। সে যেখানে থাকুক যেভাবে থাকুক যেন ভালো থাকে। তার যদি শারীরিক ফিটনেস ঠিক থাকে, বিসিবি যদি মনে করে সাকিব ভাইকে দরকার দেশের জন্য তাকে অবশ্যই দলে দেখতে চাই।'
দেশের ক্রিকেট ম্যাচ দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে রবিন বলেছেন, 'রাত-হোক বা দিন। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, নিজের দেশের ক্রিকেট খেলা মিস করা যাবে না। অবশ্যই দেখি।'
Comments