ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল পিএসজি

মাঠে দর্শকরা তখনও ঠিকমতো যে যার আসনও গ্রহণ করেননি, এমন পরিস্থিতিতেই আকস্মিক এক গোলে দলকে এগিয়ে নিলেন উসমান দেম্বেলে। সেই যে ম্যাচে লিড পেল পিএসজি, শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখেই ম্যাচ জিতে মাঠ ছাড়ল।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ৬০ হাজার দর্শকের বেশিরভাগকেই গত রাতে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘরে ফেরত যেতে হয়েছে। কারণ উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক পা বাড়াল ফরাসি জায়ান্ট পিএসজি।
আগামী বুধবার নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগে হার এড়ালেই পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে পিএসজি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল যে দাপট দেখিয়েছিল, এর ছিটেফোঁটাও সেমিফাইনালে দেখা যায়নি। বলের দখল, শট নেওয়া, পাস বাড়ানোর সংখ্যা, নিখুঁতভাবে বল বাড়ানো—সবকিছুতেই গানারদের চেয়ে এগিয়ে ছিল প্যারিসিয়ানরা।
পিএসজির হয়ে দেম্বেলে ম্যাচের শুরুতেই গোল করলেও এই ম্যাচ জয়ের অন্যতম নায়ক বলা হচ্ছে দলটির গোলরক্ষক দোন্নারুম্মাকে। গোলপোস্টের সামনে তিনি একাই আর্সেনালের জন্য বড় বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিলেন। এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধেও ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। একাধিক আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারেননি কেউই। বরং আরেকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করে পিএসজি, নাহলে ফাইনালের পথে আরও নিশ্চিতভাবেই এগিয়ে যেতে পারতো লুইস এনরিকের দল।
Comments