হাইভোল্টেজ সেমিতে মুখোমুখি আর্সেনাল-পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা উঁচিয়ে ধরার সুবর্ণ সুযোগ পিএসজি ও আর্সেনাল দু'দলের সামনেই। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই জায়ান্ট। বিগ ম্যাচে উসমান দেম্বেলের ওপর বাড়তি আস্থা রাখছেন পিএসজি কোচ লুইস এনরিকে। এদিকে, একাধিক প্লেয়ারের ফিটনেস ইস্যুতে শুরুর একাদশ সাজাতে কিছুটা বিপাকে আর্সেনাল।
প্যারিস সেইন্ট জার্মেই আর আর্সেনাল—দু'দলের জন্যই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্ব অনেক বেশি। ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কখনোই মাথায় তুলতে পারেনি ফরাসি ও ইংলিশ জায়ান্টরা। ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনার কাছে ফাইনালে হেরেছিলো আর্সেনাল। আর ২০১৯-২০ সিজনে পিএসজির স্বপ্ন কেড়ে নিয়েছিলো বায়ার্ন মিউনিখ। দুই ক্লাবের সামনেই এবার সুযোগ এসেছে অধরা ট্রফি ছুঁয়ে দেখার। ইউসিএলের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তারা।
মঙ্গলবার রাতের বিগ ম্যাচ নিয়ে ফুটবল দুনিয়ায় জল্পনা-কল্পনা। তবে, ম্যাচটা আর্সেনালের হোম ভেন্যু এমিরেটস স্টেডিয়ামে হওয়ায় পিএসজির চ্যালেঞ্জটা একটু বেশি। অ্যাওয়ে ম্যাচ নিয়ে শেষ মুহূর্তের হিসেব নিকেশ কষছে প্যারিসিয়ানরা। আর সেখানে সবচেয়ে বেশি আলোচনা উসমান দেম্বেলেকে নিয়ে।
জাতীয় দল কিংবা ক্লাব—দুই জার্সিতেই দারুণ একটা মৌসুম পার করছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ২৫ ম্যাচে করেছিলেন ২০ গোল। তবে, এরপর থেকেই কিছুটা ছন্দপতন। সবশেষ ৭ অ্যাওয়ে ম্যাচে মাত্র ২ বার জালের দেখা পেয়েছেন। এপ্রিলের প্রায় পুরোটা সময় থেকেছেন নিজের ছায়ায়। লিগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজির এ সিজনের আনবিটেন রান থেমেছে গেল সপ্তাহে নিসের কাছে ৩-১ গোলে হেরে। ঐ ম্যাচেও স্কোর করতে ব্যর্থ দেম্বেলে। সবশেষ ৪ ম্যাচে পিএসজির জয় মাত্র একটিতে। ইউসিএল সেমির আগে দেম্বেলের ফর্মে ফেরার প্রার্থনায় কোচ লুইস এনরিকে।
নিসের বিপক্ষে হারের পর পিএসজিকে নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে। তবে, ফুটবলাররা বিশ্বাস রাখতে চান নিজেদের সামর্থ্যের ওপর। সতীর্থদের উজ্জীবিত করতে ক্লাবের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোস বলেছেন, আর্সেনাল সেট পিসে স্ট্রং। তাদের রুখে দেয়ার উপায় জানা আছে পিএসজির। ট্রেবল জয়ের সম্ভাবনার কথা মনে করিয়ে মার্কুইনোস সর্বোচ্চটুকু নিংড়ে দেয়ার আহ্বানও জানান।
সেট পিসে আর্সেনালের শক্তি বুঝতে খুব বেশি ভাবতে হবেনা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডেকলান রাইসের ফ্রি কিক দুটো চোখে লেগে আছে সবার। তবে, খুব একটা নির্ভার থাকতে পারছে না তারাও। তারুণ্য নির্ভর অপনেন্টের অ্যাট্যাকিং ব্র্যান্ডের প্লেয়িং স্টাইল সম্পর্কে অবগত কোচ মিকেল আর্তেতা।
তার ওপর স্টার্টিং ইলেভেন সাজাতেও ভাবতে হচ্ছে। সাসপেনশনের কারণে খেলতে পারবেন না থমাস পার্টি। তার স্থলাভিষিক্ত হিসেবে বিবেচনায় মিকেল মেরিনো। ফিট থাকলে লিয়ান্দ্রো ট্রসার্ডের নেতৃত্বাধীন আক্রমণভাগকে লেফ্ট মিডফিল্ড থেকে বল জোগান দেয়ার দায়িত্ব দেয়া হতে পারে তাকে। হাঁটুর ইনজুরিতে ডিফেন্ডার বেন হোয়াইটকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
গানারদের শিরোপা ক্ষরা নিয়ে ট্রল, মিমস, মশকরা কম হয় না। চলতি মৌসুমেও ডমেস্টিক কিছুই জিততে পারেনি তারা। তবে, আর্তেতার অধীনে গেলো কয়েকটা বছর যেভাবে খেলছে, তাতে নিজেদের মেজর ট্রফি জয়ের দাবিদার বলতেই পারে তারা। এবার ইউসিএল জিতলে, ইংলিশ ক্লাবটির জন্য তা হবে এক নতুন ইতিহাস।
Comments